• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে ৬ ব্যক্তিকে ৮ হাজার টাকা জরিমানা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৪ এপ্রিল ২০২০  

গোপালগঞ্জে সামাজিক দূরত্ব বজায় না রাখা ও অবৈধভাবে যাত্রী পরিবহণের দায়ে ৬ ব্যক্তিকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার দুপুরে ও শুক্রবার রাতে ভ্রামামান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.  জোবায়ের রহমান রাশেদ ও কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহম্মেদ এ জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জোবায়ের রহমান রাশেদ জানান, করোনাভাইরাস বিস্তাররোধ নিয়মিত টহল চলাকালে জেলা শহরের চৌরঙ্গী ও পোস্ট অফিস মোড়ে অবৈধভাবে যাত্রী পরিবহণের দায়ে দুই চালককে চার হাজার টাকা জরিমানা করা হয়।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহম্মেদ কাশিয়ানীতে সামাজিক দূরত্ব বজায় না রেখে আড্ডা দেয়ার দায়ে চার ব্যক্তিকে চার হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সামাজিক দূরত্ব বজায় রাখতে মাইকিং করা হয়।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ