• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে ৭ জনের শরীরে ভারতীয় ভেরিয়েন্ট শনাক্ত

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৬ জুন ২০২১  

গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী ইউনিয়নের তেলিভিটা গ্রামে ৭ জনের মধ্যে প্রতিবেশী দেশ ভারতের  ভেরিয়েন্ট ডেলটা ভাইরাস ধরা পড়েছে। আইসিডিডিআবি’র সূত্র উল্লেখ করে জেলা স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশচত করেছেন। এ ব্যাপারে জেলা প্রসাশন  সভা করেছে। এলাকায় এ নিয়ে চরম আতঙ্ক বিরাজ করছে।

গোপালগঞ্জ সদর উপজেলার ইউএনও রাশেদুল রহনান জানান, তেলিভিটা গ্রাম ও সাতপাড় ইউনিয়নের পশ্চিম অংশ নতুন করে আওতায় আনা হবে। তবে সাতপাড়, বৌলতলী ও সাহাপুর ইউনিয়নের লকডাউন রোববার তুলে নেওয়া হবে। আজ শনিবার দুপুরে প্রশাসনের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। গত ১০ দিনে গোপালগঞ্জে আরো ১০০ মানুষ করনা আক্রান্ত হয়ে ৩৯৪৩ জনে দাড়িয়েছে। মৃতের সংখ্যা ৪০ জন। তবে এ সংখ্যা সরকারী। তবে বেসরকারী হিসাবে এসংখ্যা আরো বেশী বলে সাধারন মানুষ মনে করেন।

গোপালগঞ্জ সিভিল সার্জন অফিস বলেছে, তারা জেলা প্রশাসনকে সংশ্লিষ্ট এলাকায় লকডাউন জোরদার, মোবাইল কোর্ট পরিচালনা জোরদার ও লাল নিশান দিয়ে এলাকা চিহ্নিত করতে অনুরোধ করবেন। এছাড়া সংশ্লিষ্ট ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্রে আক্রান্তদের প্রয়োজনীয় সেবার ব্যবস্থা করা হয়েছে। তবে ওই সাতজনকে হোম করেনটাইনের নির্দেশ দেওয়া হয়েছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ