• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে ৭৮৭ গৃহহীন পরিবারকে ঘর নির্মাণ করে দেবে সরকার

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২০  

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে ৭৮৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর নির্মাণ করে দেবেন স্থানীয় জেলা প্রশাসন। গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ‘মুজিববর্ষে দেশে কেউ গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর, কাশিয়ানী,  কোটালীপাড়া, টুঙ্গিপাড়া ও সদর উপজেলাসহ ৫টি উপজেলার ৭৮৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর নির্মাণ করে দিচ্ছেন সরকার। প্রতিটি ঘরের জন্য ১ লাখ ৭১ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। ইতিমধ্যে ৪৬৯টি ঘর নির্মাণাধীন রয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু ইউছুফ মোহাম্মদ রেজাউর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, পৌর মেয়র কাজী লিয়াকত আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার বিশ্বাসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ