• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে ৮ জনকে ৬৪ হাজার টাকা জরিমানা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২ এপ্রিল ২০২০  

গোপালগঞ্জে সামাজিক দূরত্ব বজায় না রেখে আড্ডা দেয়ার দায়ে সাত যুবককে ও ওজনে কম দেয়ায় এক ব্যবসায়ীকে মোট ৬৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাব্বির আহম্মেদ ও কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম মাহফুজুর রহমান এ জরিমানা করেন।

কাশিয়ানীতে অর্থদণ্ড প্রাপ্তরা হলেন—মো. আসাদ বিশ্বাস (২৬), মো. বাবুল বিশ্বাস (২৮), মো. সাদ্দাম শেখ (৩০), হাসানুর বিশ্বাস (২৬), আলামিন (২৬), মিন্টু বিশ্বাস (৩০) ও মো. কাশেম (৩০)। এদের সবার বাড়ি একই উপজেলার বরাশুর আদর্শ গ্রামে।

কাশিয়ানীর ইউএনও মো. সাব্বির আহম্মেদ জানান, বৃহস্পতিবার দুপুরে কাশিয়ানীর ভাটিয়াপাড়া রেলস্টেশন এলাকায় থেকে ওই সাত যুবক সামাজিক দূরত্ব বজায় না রেখে আড্ডা দিচ্ছিলেন। এসময় কাশিয়ানী থানা পুলিশ তাদের আটক করে। 

পরে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই সাতজনের প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, কোটালীপাড়া উপজেলার পীড়ারবাড়ী বাজারে ভ্রাম্যমাণ অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম মাহফুজুর রহমান। এ সময় ওজনে কম তেল দেয়ার দায়ে মেসার্স মল্লিক ট্রেডার্সের মালিক নারায়ণ মল্লিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন তিনি।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ