• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জেও বিদেশিদের গোল

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২০  

নীলফামারী, ঢাকা, ময়মনসিংহ, সিলেটের পর এবার গোপালগঞ্জেও দেখা গেলো বিদেশি ফুটবলারদের ঝলক। বাংলাদেশ প্রিমিয়ার লিগের শুরু থেকে বিদেশিরাই যে ভাগ্য নির্ধারক হয়ে আছেন সে ধারাবাহিকতায় আজ (মঙ্গলবার) ৮ নম্বর ম্যচটিতে দাপট দেখালেন তারা। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে গোল হয়েছে ৩ টি। সবগুলোই বিদেশিদের।

স্বাগতিক মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের জন্য হতাশারই ছিল বিকেলটি। লিগের প্রথম রাউন্ডে ম্যাচ ছিল না তাদের। হোম ভেন্যুতে লিগ করলো হার দিয়ে। শেখ জামাল ধানমন্ডি ক্লাব প্রথম ম্যাচে হেরেছিল চট্টগ্রাম আবাহনীর কাছে। মুক্তিযোদ্ধাকে ২-১ গোলে হারিয়ে জয়ে ফিরলো সাবেক চ্যাম্পিয়নরা।

গাম্বিয়ান পার ওমর জেবের গোল বিরতির ঠিক আগে এগিয়ে যায় শেখ জামাল। বিরতির পর ৩ মিনিটের মধ্যেই ম্যাচে ফেরে মুক্তিযোদ্ধা। সোহেল রানার পাস থেকে গোল করেন ক্যামেরুনের পল এমিল। গাম্বিয়ান সলোমন কিং কনফার্ম ৭৩ মিনিটে গোল করে জয় নিশ্চিত করেন শেখ জামালের। দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে সাবেক চ্যাম্পিয়নরা উঠে এলো ৬ নম্বরে।

এ পর্যন্ত হওয়া ৮ ম্যাচে গোল হয়েছে ১০টি। এর মধ্যে ৯টিই বিদেশিদের। সোমবার ময়মনসিংহে সাইফের ডিফেন্ডার ইয়াছিন আরাফাত করেছেন মোহামেডানের বিপক্ষে জয়সূচক গোল। লিগে এটিই এখন পর্যন্ত কোনো বাংলাদেশি ফুটবলারের একমাত্র গোল।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ