• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জের পল্লি চিকিৎসকের সৎকার করলেন ইউএনও

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১০ জুলাই ২০২০  

গোপালগঞ্জের কাশিয়ানীতে করোনায় আক্রান্ত হয়ে বিমল কৃষ্ণ ত্রিনাথ (৬০) নামে পল্লি চিকিৎসকের  মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকালে চিকিসাধীন অবস্থায় নিজ বাড়িতে তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কাইয়ুম তালুকদার। এ নিয়ে গোপালগঞ্জ জেলায় করোনায় আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হলো। করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী বিমল কৃষ্ণ ত্রিনাথের বাড়ি কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের তেতুলিয়া গ্রামে।

এদিকে, ওই ব্যক্তির মৃত্যু পর তার মরদেহ সৎকারের জন্য পরিবারের সদস্যরা ও স্বজনরা এগিয়ে না আসলেও নিজ উদ্যোগে সৎকার করেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

শুক্রবার দুপুর ১২টায় ডা. মো. কাইয়ুম তালুকদার জানান, গত শনিবার বিমল কৃষ্ণ ত্রিনাথের করোনা পজেটিভ শনাক্ত হয়। এরপর থেকে তিনি নিজ বাড়িতে আইসোলেশনে ছিলেন। সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এদিকে, ওই ব্যক্তির মৃত্যু পর তার মরদেহ সৎকারের জন্য কোন লোক না থাকায় নিজ উদ্যেগে সৎকার করেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির আহম্মেদ। স্বাস্থ্য বিধি মেনে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে গ্রামের শ্মশানে তার মৃত দেহের সৎকার করা হয়েছে।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির আহম্মেদ বলেন, ‘ওই ব্যক্তি করোনা আক্রন্ত হয়ে মারা যাওয়ায় পরিবারের সদস্য ও স্বজন এগিয়ে আসেননি। তাই মানবাতার তাদিগে নিজ উদ্যেগে কয়েকজনকে সঙ্গে নিয়ে ওই ব্যক্তির সৎকার করি।’

উল্লেখ‌্য, এ নিয়ে গোপালগঞ্জ জেলায় করোনায় আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হলো। এর মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ৪ জন, টুঙ্গীপাড়া উপজেলায় ৪ জন, মুকসুদপুর উপজেলায় ৪ জন, কাশিয়ানী উপজেলায় ৩ জন ও  কোটালীপাড়া উপজেলায় একজন রয়েছেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ