• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জের প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালু হচ্ছে

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৬ মার্চ ২০২০  

বাংলাদেশে এই প্রথম গোপালগঞ্জের প্রাথমিক বিদ্যালয়গুলোতে সাড়ে চার হাজার শিক্ষকের পাশাপাশি এক লাখ ৮০ হাজার শিক্ষার্থী বায়োমেট্রিক হাজিরার আওতায় আসছে। মুজিববর্ষ পালনের বিশেষ পদক্ষেপ হিসেবে এ কর্মসূচি চালু করা হচ্ছে।

এতে জেলার সব প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী হাজিরা বাড়বে, শিক্ষার্থী ঝরে পড়া রোধ হবে, উপবৃত্তি প্রদানে অনিয়ম বন্ধ হবে, শিক্ষকরাও সঠিক সময়ে স্কুলে যাবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

এ বিষয়ে গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা গণমাধ্যমকে জানান, ‘প্রত্যেকটি প্রাইমারি স্কুলে শিশুদের জন্য আনন্দঘন ও পরিষ্কার-পরিচ্ছন্ন শিক্ষার পরিবেশ সৃষ্টি করতে চাই। আর এটিই হবে গোপালগঞ্জ থেকে মুজিববর্ষের বিশেষ উপহার।’

জেলা প্রশাসকের কার্যালয়ের আমন্ত্রণে বায়োমেট্রিক পদ্ধতি চালু করতে আসা ১৪টি কোম্পানির মধ্যে চারটি কোম্পানিকে কাজ দেওয়া হয় গোপালগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানিয়েছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ