• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জের মুকসুদপুরে পিঠা উৎসব

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২০  

শীতের পিঠা বাঙালীর সংস্কৃতির একটা বড়ো অংশ হিসেবে চলে আসছিলো আবহমানকাল ধরে। নবান্নে নতুন ধান ঘরে আসতেই গৃহিনীদের পা পড়তো ঢেঁকিতে, চালের গুড়ি আর খেজুর রসের সখ্যতায় বাঙালীর পাতে উঠতো বাহারী রঙের পিঠা-পুলি। কিন্তু কালের বিবর্তনে বাঙালীর পিঠা-পুলিতে বিদেশী সংস্কৃতির ফাস্টফুড আর জাঙ্কফুড এসে স্থানটা দখল করে নিচ্ছে।
আমাদের নতুন প্রজন্ম তাই অপরিচিত এখন বাঙালীর পিঠা-পুলির সঙ্গে। নতুন প্রজন্মের কাছে আমাদের পিঠা-পুলির পরিচয় টুকু যেনো একেবারে বিলুপ্ত হয়ে না যায় তাই গোপালগঞ্জের মুকসুদপুরে গতকাল হয়ে গেলো দিনব্যাপী পিঠা উৎসব। উপজেলার বাশবাড়ীয়াস্থ আহম্মদ স্মৃতি পাঠাগারে অনুষ্ঠিত এই পিঠা উৎসবে এলাকার ২৮ জন গৃহীনি পিঠা উৎসবে অংশ নেন। নানান রঙের পিঠা নিয়ে হাজির হওয়া গৃহিনীদের মধ্য থেকে এই উৎসব শেষে তিনজন সেরা গৃহিনীকে নির্বাচিত করেছেন বিচারকরা। এতে প্রথম স্থান অধিকারি হয়েছন তনু আক্তার, ২য় হয়েছেন মৌসুমি আক্তার, এবং ৩য় স্থান অধিকার করেছেন সেলিনা বেগম।
পিঠা উৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাশবাড়ীয়া আহম্মদ স্মৃতি পাঠাগারের সহসভাপতি নুরুজ্জামানের সভাপতিত্বে ওই সভায় মহাসিন মুন্সী, তোফাজ্জেল হোসেন তুহিণের উপস্থিতিতে বিচারক মন্ডলী ছিলেন মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন, প্রধান শিক্ষক সাম্মী আক্তার, প্রধান শিক্ষক মোস্তফা কামাল, জয়নব আক্তার, শিক্ষক মনি মোর্শেদা এবং মোহাম্মদ সৌরভ।  

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ