• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ঘূর্ণিঝড় ‘আম্ফান’ মোকাবেলায় গোপালগঞ্জ জেলা প্রশাসন প্রস্তুত

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২০ মে ২০২০  

ঘূর্ণিঝড় ‘আম্ফান’ মোকাবেলায় গোপালগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলার ৫টি উপজেলা প্রশসনের পক্ষ থেকে প্রস্তুত করা হয়েছে ১৫৪টি সাইক্লোন শেল্টার, প্রতি উপাজেলায় ১টি করে মেডিক্যাল টিম ও স্বেচ্ছাসেবী দল।

মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে ঘূর্ণিঝড় মোকাবেলা প্রস্তুত কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক শাহিদা সুলতানা সভাপতিত্ব করেন। এ সময় প্রশাসনের কর্মকর্তা এবং পাঁচ উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা জানিয়েছেন, ঘূর্ণিঝড় মোকাবেলায় জেলা প্রশাসন ইতোমধ্যে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। প্রতিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাইকিং করে সাধারণ জনগণকে সচেতন করা হয়েছে। সেই সাথে জেলার পাঁচ উপজেলায় মোট ১৫৪টি শিক্ষা প্রতিষ্ঠানকে অস্থায়ী সাইক্লোন শেল্টার হিসেবে প্রস্তুত করা হয়েছে। সেই সাথে উপজেলা উপজেলায় মেডিক্যাল টিম প্রস্তুত রাখা ও স্বেচ্ছাসেবী দল গঠন করা হয়েছে। 

তিনি আরো বলেন, সাইক্লেন মোকোবেলায় সরকারিভাবে ১০০ মেট্রিকটন চাল ও ২ লক্ষ টাকা বরাদ্দ পাওয়া গেছে। এ ছাড়া শিশু খাদ্য ও গবাদিপশুর খাদ্যের জন্য ১ লক্ষ করে আরো ২ লক্ষ টাকা পাওয়া গেছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ