• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে তৈরি হচ্ছে মাস্ক

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৫ মার্চ ২০২০  

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে তৈরি হচ্ছে করোনা ভাইরাস রোধকারী মাস্ক। কারাগারে তৈরি হওয়া এসব মাস্ক সাড়ে আট হাজার বন্দির চাহিদা পূরণের পাশাপাশি তা সুলভ মূলে সাধারণ জনগনের কাছেও বিক্রি করা হবে। এতে করে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারনে চট্টগ্রামে মাস্ক সংকট দেখা দিয়েছে তা কিছুটা হলেও দুর হবে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কামাল হোসেন বলেন, ‘চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে তৈরি করা হচ্ছে মাস্ক। কারাগারে উৎপাদিত মাস্ক অভ্যান্তরের চাহিদা মেটানোর পাশাপাশি বাইরেও সুলভ মূল্যে বিক্রি হবে। প্রতিদিন সাড়ে তিনশ থেকে চারশ মাস্ক তৈরি হচ্ছে। ’

জানা যায়, করোনা ভাইরাস চিহ্নিত হওয়ার পর থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আটক প্রায় সাড়ে আট হাজার বন্দির কথা চিন্তা করে মাস্ক তৈরির করার জন্য উদ্যোগ নেয়া হয়। এরই মধ্যে সকল বন্দি ও কারারক্ষিদেও কাছে বিনামুলে এসব মাস্ক বিতরণ করা হয়েছে। কারাগারে তৈরি করা মাস্ক ভেতরের চাহিদা পূরণের পাশাপাশি সাধারণ জনগণের কাছেও সুলভ মূলে বিক্রি করা হবে।

কারা কর্মকর্তারা জানান- করোনা প্রাদুর্ভাব দেখা দেয়ার পর বন্দিতের কারাগারের ভেতরে বাইরে কিছুটা কড়াকড়ি করা হয়েছে। বন্দিদের সাথে সাক্ষাতও সীমিত করা হয়েছে। জরুরী প্রয়োজন ছাড়া কাউকে বন্দিদের সাথে দেখা না করতে পরিবারের প্রতি অনুরোধ করেছে কারা কতৃপক্ষ। এছাড়া যারা বন্দিদের সাথে সাক্ষাত করতে আসছেন তাদের জীবানু মুক্তের নির্দেশনাবলী অনুসরণ করে বন্দিদের সাথে সাক্ষাতের অনুমতি দেয়া হচ্ছে। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ