• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

চট্টগ্রামে চিকিৎসক-র‌্যাব-পুলিশসহ আরও শনাক্ত ৯

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২০  

চট্টগ্রামে নতুন করে আরও নয় জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজন চিকিৎসক, র‌্যাব ও পুলিশ সদস্য রয়েছেন।

গত সোমবার (২৭ এপ্রিল) রাতে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাটের ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১০০ নমুনা পরীক্ষার পর আরও নয়জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। শনাক্ত হওয়াদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক, দামপাড়া পুলিশ লাইন্সের একজন পুলিশ ও পতেঙ্গা র‌্যাব-৭ এর একজন সদস্য রয়েছেন।
এছাড়া সাতকানিয়ার দুজন পুরানো রোগীসহ (দ্বিতীয়বার পরীক্ষায় করোনা পজেটিভ) সীতাকুণ্ডের ভাটিয়ারী, মীরসরাই, বোয়ালখালী, নগরীর দক্ষিণ হালিশহর, পাহাড়তলী, মা ও শিশু হাসপাতাল, ভাটিয়ারী-হাটহাজারী লিংক রোডে করোনা আক্রান্ত রোগী রয়েছেন।
এ নিয়ে চট্টগ্রামে মোট ২,২৯২ জনের করোনা পরীক্ষায় শুধু চট্টগ্রামে ৬৪ জনের পজেটিভ পাওয়া যায়। দেশে করোনা শনাক্ত হয়ে সোমবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫২ জনে। এছাড়া এ পর্যন্ত মোট ৫ হাজার ৯১৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে সরকার।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ