• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

চট্টগ্রামেই তৈরি হচ্ছে পিপিই

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৬ মার্চ ২০২০  

করোনা ভাইরাস মোকাবিলায় বন্দর নগরী চট্টগ্রামে দেশের চিকিৎসকদের জন্য তৈরি হচ্ছে পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই)। স্মার্ট জ্যাকেট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান এই পিপিই তৈরির কার্যাদেশ পেয়েছে। এক লাখ কার্যাদেশের মধ্যে এরইমধ্যে ৫০ হাজার পিপিই তৈরি করে ঢাকায় পাঠিয়েছে প্রতিষ্ঠানটি।
 

দেশব্যাপী চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিতে যখন পিপিই নিয়ে আলোচনা চলছে তখন বিশ্বের বিভিন্ন দেশের জন্য পিপিই তৈরিকারী প্রতিষ্ঠান স্মার্ট জ্যাকেট প্রতিষ্ঠানটির কর্মীদের প্রণোদনা দিয়ে এসব সুরক্ষা সরঞ্জাম তৈরি করছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কার্যাদেশ পেয়ে এই পিপিই তৈরি করছে চট্টগ্রামের ইপিজেডে অবস্থিত প্রতিষ্ঠানটি। দেশের শুধুমাত্র এই প্রতিষ্ঠানটিই সাধারণত পিপিই তৈরি ও রপ্তানি করে। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, পিপিই তৈরির জন্য দরকারি আল্ট্রাসনিক ও সিলটেক মেশিন শুধু তাদেরই রয়েছে।

তারা জানান, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশেই এই পিপিই রপ্তানি করেন তারা। বিশেষ করে নায়াগ্রা জলপ্রপাতে শরীরকে সুরক্ষার জন্য স্মার্ট জ্যাকেটের পিপিইর বেশ সুনামও রয়েছে। অন্য প্রতিষ্ঠানগুলোরগুলো যেহেতু পিপিই তৈরির অভিজ্ঞতা নেই তাই তাদের এগুলো তৈরি করতে হলে তিন থেকে চার মাস সময়ের দরকার হত।

তারা আরও জানান, আজ স্বাধীনতা দিবসের দিন সরকারি ছুটি। কিন্তু দেশের কথা চিন্তা করে আজও প্রতিষ্ঠানটির কর্মীরা কাজ করে যাচ্ছেন। আর এজন্য শ্রমিকদের সব ধরনের সহযোগিতা দেয়ার ঘোষণা দেয়া হয়েছে প্রতিষ্ঠানটির কর্ণধারের পক্ষ থেকে।

এর বাইরে আরও এক লাখ পিপিই তৈরির উপকরণ ও জনবলও তাদের রয়েছে বলেও জানান তারা।

 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ