• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

চাকরি হারালেন বার্সা কোচ সেতিয়েন

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৮ আগস্ট ২০২০  

লা লিগার শ্রেষ্ঠত্ব হারানোর পর চ্যাম্পিয়নস লিগেও চরম বাজেভাবে হার। সব মিলিয়ে গুঞ্জন ওঠে, চাকরি হারাতে যাচ্ছেন বার্সেলোনা কোচ কিকে সেতিয়েন। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো; সেতিয়েনকে ছাঁটাই করেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা।

করোনা বিরতির পর ফুটবলে ফেরাটা সুখকর হয়নি বার্সার। মাঠে ফিরেই হারিয়েছে লা লিগার শ্রেষ্ঠত্ব। লা লিগার ব্যর্থতা কাটিয়ে স্বপ্ন দেখেছিল চ্যাম্পিয়নস লিগ নিয়ে। সে স্বপ্নটাও ভেঙে দিল বায়ার্ন। শেষ আটের লড়াইয়ে বায়ার্নের কাছে ৮-২ গোলে হেরে লিগ থেকে ছিটকে গেল বার্সা।

এমন ফলাফলের পর সেতিয়েনের চাকরি হারানোর গুঞ্জন ওঠে। অবশেষে গতকাল সোমবার এলো চূড়ান্ত ঘোষণা। সাত মাসের মাথায় বার্সা ক্লাব থেকে চাকরি হারালেন এই স্প্যানিশ কোচ।  

সেতিয়েনের চাকরি গেলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কে হচ্ছেন মেসিদের পরবর্তী কোচ? স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, নেদারল্যান্ডস জাতীয় দলের কোচ রোনাল্ড কোম্যানকে বার্সেলোনার কোচের দায়িত্বে দেখা যেতে পারে। ডাচদের কোচকে প্রস্তাবও দিয়েছে বার্সা। সবকিছু ঠিক থাকলে আগামী কয়েক দিনের মধ্যে নতুন কোচের নাম ঘোষণা করবে কাতালান ক্লাবটি।

এদিকে বার্সায় যে বড়সড় পরিবর্তন আসছে, সেটার আভাস মিলেছে ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউর কথাতেও। বায়ার্ন মিউনিখের বিপক্ষে হারার পর সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা এরই মধ্যে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছি। তবে সিদ্ধান্তগুলোর ব্যাপারে এখনই কিছু বলতে চাইছি না। এখন সিদ্ধান্ত প্রতিফলন করতে হবে।’

সে হিসেবে কোচ সেতিয়েনের চাকরি হারানোর মাধ্যমে শুরু হলো বার্সেলোনার পরিবর্তন। এ ছাড়া দলবদলের বাজারেও বেশ পরিবর্তন আসতে পারে বার্সা শিবিরে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ