• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

চিকিৎসা না পেলে ভোক্তা অধিদফতরকে জানানোর অনুরোধ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৪ এপ্রিল ২০২০  

রাজধানীর বিভিন্ন বেসরকারি হাসপাতালের সেবা কার্যক্রম মনিটরিং করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। শনিবার (৪ এপ্রিল) দুপুরে রাজধানীর শমরিতা হাসপাতাল, বিআরবি হাসপাতালসহ আরও কয়েকটি হাসপাতাল পরিদর্শন করেন অধিদফতরের কর্মকর্তারা।

কেউ চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন কিনা সে বিষয়গুলোও মনিটরিং হচ্ছে। অধিদফতর থেকে ৫টি দলে বিভক্ত হয়ে তারা রাজধানীর বেসরকারি হাসপাতালগুলো পরিদর্শন করছেন। পরিদর্শন করে কর্মকর্তারা জানান, যে হাসপাতালে স্থায়ী ডাক্তার রয়েছেন সেখানে চিকিৎসা সেবা ভাল, যেখানে চুক্তিভিত্তিতে ডাক্তার আসেন সেখানে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে।

তারা জানান, কেউ চিকিৎসা না পেলে ভোক্তা অধিদফতরকে ফোনে জানালে তারা চিকিৎসা সেবার ব্যবস্থা করা হবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ