• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

`চীন প্রকৃত তথ্য দেয়নি`

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৪ এপ্রিল ২০২০  

চীনে করোনাভাইরাসে প্রায় ৫০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে বলে দাবি করেছে মার্কিন গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। মৃত ও আক্রান্ত ব্যক্তিদের বিষয়ে চীন প্রকৃত তথ্য দেয়নি বলেও অভিযোগ তাদের।

এক প্রতিবেদনে ওয়াশিংটন পোস্ট জানায়, উহানের হানকাউ নামের একটি শ্মশানে প্রতিদিন প্রায় ১৯ ঘণ্টা ধরে মরদেহের সৎকার হয়েছে। মাত্র দু'দিনে ৫ হাজার ব্যক্তির মরদেহ পোড়ানো হয় সেখানে।  

অনলাইনে প্রকাশিত ছবি ব্যবহার করে হিসাব করা হয়েছে, গত ২৩শে মার্চ থেকে সৎকারের পর উহানে মরদেহের ছাইসহ সাড়ে তিন হাজার কলস ফিরে এসেছে প্রতিদিন। এই হিসাবে ৩রা এপ্রিল পর্যন্ত ৪২ হাজার ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ