• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

জন্মদিনে ৩৫ শিশুর হার্ট সার্জারির দায়িত্ব নিলেন গাভাস্কার

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১১ জুলাই ২০২০  

গতকাল ৭১ বছরে পা দিলেন ভারতের অন্যতম সেরা ক্রিকেটার সুনীল গাভাস্কার। আর এই জন্মদিনটি অন্যভাবে পালনে ব্রতী হলেন তিনি। জন্মদিন উপলক্ষ্যে ৩৫টি শিশুর হার্টের অস্ত্রোপচারের দায়িত্ব নিলেন লিটল মাস্টার। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া হতদরিদ্র পরিবারের এই শিশুদের অস্ত্রোপচার হবে ভারতের খারগড়ে শ্রী সত্য সাই সঞ্জীবনী শিশু হাসপাতালে।

এবারই প্রথম নয়, এই মহৎ কাজ গতবছর জন্মদিনেও করেছিলেন সানি। তিনি ৩৫টি শিশুর দায়িত্ব নেন কারণ তার আন্তর্জাতিক ক্যারিয়ারে সেঞ্চুরির সংখ্যা ৩৫। এই প্রসঙ্গে গাভাস্কার জানান, ‘আমাদের সমাজে অনেককেই আমরা নানা ভাবে সাহায্য করতে পারি। কিন্তু শিশুরা আমার কাছে একটু বেশিই স্পেশাল। তারা যাতে ভালোভাবে বাঁচতে পারে এবং তাদের পরিবারের মুখে হাসি ফোটে, সেই জন্যই এই প্রচেষ্টা।’

গাভাস্কার আরো বলেন, ‘আমাদের দেশে বহু শিশু হার্টের সমস্যা নিয়েই জন্মায়। অনেকেই এই সমস্যা কাটিয়ে উঠে সুস্থ জীবনযাপন করতে পারে না। অসংখ্য পরিবার অর্থের অভাবে সন্তানের চিকিৎসা করাতে পারে না। হার্ট টু হার্ট বলে যে সংস্থার সাথে আমি যুক্ত, তারা এই হতদরিদ্র শিশুদের মুখে একটু হাডিস ফোটাতে চায়।’

‘একটি শিশু এই জটিল অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে বাবা মার কাছে ফিরে যায়, সেই মুহূর্তটার থেকে আনন্দের কিছু হয় না। তারা একটা নতুন জীবন পায়। এই সুন্দর পৃথিবীতে আরও ভালোভাবে বাঁচতে পারে। এর থেকে আনন্দের আর কীই বা হতে পারে।’- বললেন গাভাস্কার।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ