• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

জালে ১০ মণ ওজনের শাপলাপাতা মাছ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২০  

সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদে জেলেদের জালে ধরা পড়লো ১০ মণ (৪০০ কেজি) ওজনের বিশাল শাপলাপাতা মাছ। আজ শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে পাথরঘাটায় অবস্থিত বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে এ মাছটি নিয়ে আসা হয়। এর আগে ভোরে বলেশ্বর নদের পদ্মা এলাকায় জেলেদের গোভ জালে ধরা পড়ে শাপলাপাতা মাছটি। পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে মাছটি বিক্রি হয়েছে ৬৩ হাজার টাকায়।

মাছটির ক্রেতা মো. শহিদ মোল্লা বলেন, মাছটি বিএফডিসি মৎস্য বাজারে নিয়ে এলে ৬৩ হাজার টাকায় কিনেছি। মাছটি এখন কেটে বিক্রি করা হবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ