• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

জিনিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে খুবিতে মানববন্ধন

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০১৯  

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থী ও ইংরেজী দৈনিক সান এর ক্যাম্পাস সাংবাদিক ফাতেমা তুজ জিনিয়াকে সাময়িক বহিষ্কারের প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় খুবির হাদী চত্বরে গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের উদ্যোগে এ মানববন্ধনটি আয়োজিত হয়েছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের শিক্ষক সহকারী অধ্যাপক মামুনুর রশিদ, সহকারী অধ্যাপক ছোটন দেবনাথ, প্রভাষক শরিফুল ইসলামসহ বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা।

মানববন্ধনে উপস্থিত শিক্ষকরা অবিলম্বে জিনিয়ার বহিষ্কার আদেশ প্রত্যাহারেরও দাবি জানিয়ে বলেন, শিক্ষার্থীদের যেকোন যৌক্তিক দাবিতে শিক্ষক হিসেবে আমাদের সমর্থন রয়েছে। এমন ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে সারাদেশের সাংবাদিকতা বিভাগ, ক্যাম্পাস সাংবাদিকতার সংগঠন ও শিক্ষার্থীরা প্রতিবাদমুখর হয়ে উঠুক এবং জিনিয়াকে অতিদ্রুত বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

প্রসঙ্গত ডেইলি সান ও দ্যা ডেইলি ক্যাম্পাসের বশেমুরবিপ্রবি শাখা প্রতিনিধি ফাতেমা তুজ জিনিয়াকে ফেসবুকে স্ট্যাটাস ও বিশ্ববিদ্যালয় পরিপন্থী সংবাদ প্রকাশের অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাময়িক বহিষ্কার করে। জিনিয়া বশেমুরবিপ্রবি’র আইন বিভাগের শিক্ষার্থী।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ