• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

জিন্স রাখুন নতুনের মতো

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৫ মার্চ ২০২১  

জিন্স পরে না এমন পুরুষ সংখ্যায় খুবই কম। ছোট কিংবা বড় উভয়ই জিন্স পরতে ভালোবাসেন। তাছাড়া জিন্স যে কাউকেই বেশ ভালো মানিয়ে যায়। কিন্তু সঠিক যত্নের অভাবে এই পোশাকটি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। অথবা এর রঙ ফ্যাঁকাসে হয়ে যায়।

মোট কথা, প্রতিদিনের ব্যবহারে এই পোশাকটি এর উজ্জ্বলতা হারাতে থাকে। তবে জিন্স ধোয়ার কিছু নিয়ম মানলে বার বার ব্যবহারের পরেও এটি থাকবে নতুনের মতো। চলুন তবে জেনে নেয়া যাক সেই নিয়মগুলো- 

>> জিন্স ধোয়ার জন্য ঠাণ্ডা পানি ব্যবহার করুন। গরম পানি জিন্সের জন্য ক্ষতিকর। 

>> বেশি ক্ষারযুক্ত সাবান কিংবা ডিটারজেন্ট দিয়ে জিন্স ধুবেন না। এতে এর রঙ ফিকে হয়ে যায়।

>> জিন্স কিছুক্ষণ ডিটারজেন্টে ভিজিয়ে রাখুন। তারপর হালকা করে ঘষে জিন্সের ময়লা তুলে ফেলুন।

>> ধোয়ার পর জিন্স নিংড়াবেন না। বরং টানটান করে পানি ঝরাতে মেলে দিন। খানিক পর রোদে দিয়ে শুকিয়ে নিন।

>> রঙ টেকসই রাখতে উল্টো করে রোদে শুকাতে দিন। ধোয়ার সময়ও উল্টে নিন।

>> ডেনিমের পায়ের ফোল্ডে ময়লা জমে, তাই ফোল্ড ব্রাশ দিয়ে হালকা করে ঘষে নিন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ