• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

জুম হাতিয়ে নিচ্ছে লিংকডইনের তথ্য

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২০  

গোপনে ব্যবহারকারীদের লিংকডইন অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করছে জুম। শুধু তাই নয়, তথ্যগুলো পাচারও করছে ভিডিও কলিং অ্যাপটি। 

এক প্রতিবেদনে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ভিডিও কল চালু করলেই ব্যবহারকারীর নাম ও ই-মেইল ঠিকানা সংগ্রহ করে তাদের লিংকডইন অ্যাকাউন্ট খুঁজে বের করছে জুম। পরে পেশাজীবীদের নেটওয়ার্কিং সাইটটিতে থাকা ব্যবহারকারীদের পরিচিতির তথ্য গোপনে সংগ্রহ করে নির্দিষ্ট ব্যক্তিদের কাছে পাঠিয়ে দেয়। ফলে ব্যবহারকারীদের অজান্তেই তাদের বিস্তারিত তথ্য অন্যরা জানার সুযোগ পাচ্ছে। সম্প্রতি ভিডিও কল ফাঁসের পাশাপাশি ফেসবুকের কাছে ব্যবহারকারীদের তথ্য পাচারের অভিযোগ উঠেছে জুমের বিরুদ্ধে। 

উল্লেখ্য, করোনা সংক্রমণের ফলে ঘরে বসে কাজ করা ব্যক্তির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় গত দেড় মাসে প্রায় দেড় লাখ ব্যবহারকারী বেড়েছে জুম অ্যাপের।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ