• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

জেলেদের জালে বিলুপ্তপ্রায় বন ভোঁদড়

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৫ মার্চ ২০২০  

ভোলায় জেলেদের জালে বিলুপ্তপ্রায় বন ভোঁদড় (উদবিড়াল) আটকা পড়েছে। আজ বুধবার বন বিভাগ ভোঁদড়টি উদ্ধার করে ঘেয়াঘাট এলাকায় তেঁতুলিয়া নদীতে অবমুক্ত করে।

জেলা সদর উপজেলা বন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান স্থানীয়দের বরাত দিয়ে জানান, সদর উপজেলার ভোলা-খেয়াঘাট সড়কের বিসিক শিল্পনগরী এলাকায় ইয়াসিন মাঝির মাছের ঘেরে মাছ খেতে আসলে জেলেদের জালে আটকা পড়ে বন ভোঁদড়টি।

তিনি জানান, জেলেরা ভোঁদড়টিকে বন্দি করে সাংবাদিকদের মাধ্যমে বন বিভাগে খরব দিলে বনবিভাগের কর্মীরা ভোঁদড়টিকে উদ্ধার করে নিয়ে আসে। পরে ভোলা খেয়াঘাট সংলগ্ন তেতুলিয়া নদীতে ভোঁদড়টিকে অবমুক্ত করা হয়। ৪ কেজি ওজনের ভোঁদড়টি প্রাপ্তবয়স্ক ছিল বলেও জানান তিনি।

এসময় তিনি আরো বলেন, ভোঁদর নামের এ প্রাণীটি গ্রামাঞ্চলে উদবিড়াল নামে পরিচিত। উদ অর্থ পানি। খাবারের সন্ধানে এরা ডাঙ্গায়-পানিতে সবখানেই অবাধে বিচরণ করে। সংকটাপন্ন বন্য প্রাণীগুলোর মধ্যে বন ভোঁদড় হচ্ছে অন্যতম। তাই এই প্রাণীগুলো ধরার চেষ্টা না করে অবাধে বিচরণে বাঁধা সৃষ্টি না করার অনুরোধ জানান তিনি।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ