• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

‘জ্ঞানের আলো’ পথ দেখালো ওদের

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২০  

শাহানা রশিদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী সোহেলী। বাবা আল আমিন শেখ মারা গেছেন তিন বছর আগে। মা অন‌্যের বাড়িতে কাজ করেন। পাশাপশি হাঁস-মুরগী পালেন। এভাবে কোনো রকমের চলে সংসার।

সামান‌্য এ উপার্জনে কোনোমতে সংসার চললেও দুয়েকটি শখ বা অন‌্যান‌্য প্রয়োজন মেটে না। তাই অভাবের সংসারে এক সেট স্কুল ড্রেসের অভাবে স্কুলে যেতে পারছিল না সোহেলী।

শুধু সোহেলী নয়, একই অবস্থা আরো চার শিক্ষার্থীর। শিক্ষা উপকরণ আর স্কুল ড্রেসের অভাবে কয়েক মাস ধরে স্কুলে যেতে পারছিল না তারা।

গোপালগঞ্জের কোটালীপাড়ার দরিদ্র পরিবারের এই পাঁচ শিক্ষার্থীর সমস‌্যার কথা জানতে পেরে পাশে তাদের দাঁড়িয়েছে উপজেলার তারাশী গ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন ‘জ্ঞানের আলো পাঠাগার’।

পাঠাগারের সদস্য আজিজুল ইসলাম কয়েকজন মানবিক মানুষের কাছে বিষয়টি তুলে ধরেন। এতে এগিয়ে আসেন শাহানা রশিদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি. এম বাবুল হোসেন, ঘাঘর বাজারের মায়ের দোয়া বস্ত্রালয়ের মালিক মনিরুজ্জামান মনির, ফেরধারা গ্রামের সহিদ খান এবং কয়খা গ্রামের বাচ্চু হাওলাদার।

এই হৃদয়বান ব‌্যক্তিদের আর্থিক সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই শিক্ষার্থীদের হাতে স্কুল ড্রেস, প্রয়োজনীয় বই ও শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়। জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল তাদের হাতে এসব উপকরণ তুলে দেন।

এসময় পাঠাগারের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন তালুকদার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাব্বির তালুকদার, সদস্য আজিজুল ইসলাম ও লাইব্রেরিয়ান সাজিদ কাজিসহ পাঠাগারের সদস্যেরা উপস্থিত ছিলেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ