• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

টক-ঝাল ডিম কারি তৈরির রেসিপি

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৯  

ডিম এমন একটি খাবার যা প্রায় প্রতিদিনই আমাদের পাতে থাকে। ডিম ঝটপট রান্না করা যায় বলে প্রায় সবারই পছন্দের খাবার এটি। বিশেষ করে শিশুদের কাছে খুবই প্রিয় একটি খাবার ডিম। তবে প্রতিদিন গতানুগতিক পদ্ধতিতে রান্না না করে একটু ব্যতিক্রম উপায়ে রান্না করতে পারেন। চলুন জেনে নেই টক-ঝাল ডিম কারি তৈরির রেসিপি-

উপকরণ:
৬ টি সেদ্ধ ডিম (স্লাইস করে কাটা)
১ টি বড় পেঁয়াজ কুচি
১ চা চামচ রসুন বাটা
১ টি বড় টমেটো কুচি
১/৪ চা চামচ হলুদ গুঁড়ো
১ চা চামচ মরিচ গুঁড়ো
৩/৪ চা চামচ ধনিয়া গুঁড়ো
১ চিমটি গরম মসলা গুঁড়ো
আধা কাপ পাতলা তেতুল গোলানো পানি
লবণ স্বাদমতো
তেল ৩- ৪ টেবিল চামচ
২ টি ডিম ফেটানো
গুঁড়ো দুধ ৪ টেবিল চামচ
১/৪ চা চামচ গোল মরিচ গুঁড়া
ধনে পাতা কুচি।

প্রণালি:
প্রথমে ফেটানো ডিমে সামান্য লবণ, গোলমরিচ গুঁড়া ও গুঁড়া দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার সেদ্ধ করা ডিমের স্লাইসগুলো এই মিশ্রণে দিয়ে ডিমের স্লাইসের ওপরে কোটের মতো তৈরি করে ফেলুন। ফ্রাই প্যানে তেল দিয়ে মিশ্রণ দিয়ে মাখানো ডিমের স্লাইসগুলো ভেজে তুলে নিন।

একটি প্যানে তেল দিয়ে গরম করে এতে পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে নরম করে নিন। এতে আদা রসুন বাটা সিয়ে ভালো করে নেড়ে নিন। গুঁড়া মসলা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিন। তারপর টমেটো কুচি ও তেতুল গোলা পানি দিয়ে নেড়ে নিন ভালো করে।

এরপর এতে ভেজে রাখা ডিমের স্লাইস দিয়ে নেড়ে মিশিয়ে গরম মসলা পাউডার দিয়ে দিন। ঢাকনা ঢেকে মাঝারি আঁচে রান্না করতে থাকুন। ৮-১০ মিনিট পর পছন্দমতো ঝোল রেখে চুলা থেকে নামিয়ে নিন। ইচ্ছে হলে ধনে পাতা কুচি ছিটিয়ে দিতে পারেন। এবার ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ