• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

টিসিবির চিনি ও মসুর ডাল ৫০ টাকা কেজি দরে বিক্রি শুরু

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৪ জুলাই ২০২০  

বাজারদরের চেয়ে বেশ কম দামে দেশজুড়ে পণ্য বিক্রি শুরু করল সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। গতকাল রোববার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে।

টিসিবি এবার তিনটি পণ্য বিক্রি করছে। চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল। এক কেজি মাঝারি দানার মসুর ডালের দাম ধরা হয়েছে ৫০ টাকা, যা বাজারে কেজিপ্রতি ৮০ টাকা দরে বিক্রি হয়।

তীর ব্র্যান্ডের প্রতি কেজি চিনি টিসিবি বিক্রি করছে ৫০ টাকা দরে, যা বাজারে ৬৯ টাকা কেজি। এ ছাড়া বাজারে খোলা চিনি ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

টিসিবির ট্রাকে সেনা, পুষ্টি, তীর, বসুন্ধরা ও ভিওলা ব্র্যান্ডের সয়াবিন তেল বিক্রি হচ্ছে প্রতি লিটার ৮০ টাকা দরে। বাজারে বোতলজাত সয়াবিন তেলের লিটারপ্রতি দর ১০০ টাকার আশপাশে।

ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, সারা দেশে ২৬৪টি স্থানে টিসিবির পণ্য পাওয়া যাবে। এর মধ্যে ঢাকা মহানগরে ট্রাক থাকছে ৪০টির মতো। এ ছাড়া চট্টগ্রাম মহানগরে ১০টি, রংপুরে ৭টি, ময়মনসিংহে ৭টি, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট মহানগরে ৫টি করে ট্রাক থাকছে।

এ ছাড়া জেলা শহরগুলোতেও পাওয়া যাচ্ছে টিসিবির পণ্য। শুক্র ও শনিবার ছাড়া সপ্তাহের বাকি পাঁচ দিন এসব পণ্য বিক্রি হবে। একেকজন পরিবেশক দৈনিক ৬০০ থেকে ৭৫০ কেজি চিনি, ১৫০ থেকে ২০০ কেজি মসুর ডাল এবং ১ হাজার থেকে ১ হাজার ২০০ লিটার সয়াবিন তেল পাবেন।

একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি চিনি, পাঁচ লিটার সয়াবিন তেল ও এক কেজি মসুর ডাল কিনতে পারবেন।

এ ব্যাপারে টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির বলেন, পবিত্র ঈদুল আজহার আগে ২৮ জুলাই পর্যন্ত এ কার্যক্রম চলবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ