• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

টুঙ্গিপাড়ায় কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৫ জুন ২০২১  

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণা সম্প্রসারণ ও জনপ্রিয়করণ শীর্ষক প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১১ টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা প্রশিক্ষণ হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।

প্রশিক্ষনে উপজেলার পাঁচটি ইউনিয়নের ৫৫ জন কৃষককে ভাসমান বেডে সবজি, মসলা চাষ ও লতা জাতীয় ফসল উৎপাদন প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষন দেয়া হয়।

কর্মশালায় প্রশিক্ষন দেন ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণা সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. বিজয় কৃষ্ণ হাজরা, টুঙ্গিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জামাল উদ্দিন ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিব জুবায়ের।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জামাল উদ্দিন জানান, টুঙ্গিপাড়ায় ভাসমান বেডে চাষাবাদ জনপ্রিয় হয়ে উঠেছে। তাই নতুন প্রযুক্তিকে কাজে লাগিয়ে ভাসমান বেডে চাষাবাদ বাড়াতে ও কৃষকদের উদ্বুদ্ধ করতে এ প্রশিক্ষন কর্মশালার আয়োজন করা হয়েছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ