• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

টুঙ্গিপাড়ায় সেনাবাহিনী চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৩ জুন ২০২০  

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সেনাবাহিনী চিকিৎসা ‌ক্যাম্পেইন ২০২০ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুন) গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া (জিটি) মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০ টা থেকে হতে বিকাল ৫ টা পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী একটি মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করে।

জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশাের এরিয়া মেজর জেনারেল মােহাম্মদ হুমায়ুন কবির এর নির্দেশনায় ১০৫ পদাতিক ব্রিগেড এর ব্যবস্থাপনায় টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স ও ৪১ ফিল্ড এ্যাম্বুলেন্স এর সহযােগিতায় ১৪ ই বেংগল কর্তৃক এই মেডিক্যাল ক্যাম্পেইনটি পরিচালনা করা হয়। এ মেডিক্যাল ক্যাম্পেইনে টুঙ্গিপাড়া উপজেলায় সর্বমােট ২৫০ জন রােগীকে সামরিক ও বেসামরিক ০৫ জন চিকিৎসকের সমন্বয়ে একটি মেডিক্যাল টিম চিকিৎসা প্রদান করেন।

এ সময় ক্যাম্পেইন পরিচালনাকারী ১৪ ইস্ট বেংগল এর অধিনায়ক লেঃ কর্নেল শুভ ইসলাম আমার সংবাদ কে বলেন, গোপালগঞ্জের প্রত্যেকটি উপজেলাতে করোনা আক্রান্ত রোগী রয়েছেন, তাই অনেক রোগী হসপিটালে গিয়ে চিকিৎসা নিতে দ্বিধা বোধ করছে। এজন্য আজকে টুঙ্গিপাড়ায় এই চিকিৎসা ক্যাম্পেইন। ‌ঔষধ ও চিকিৎসা সরঞ্জামাদির সংকুলান করা গেলে পরবর্তীতে গোপালগঞ্জ জেলার প্রত্যেকটি উপজেলাতে এই ক্যাম্পেইন করা হবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ