• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

টুঙ্গিপাড়ায় টেলিফিল্মের শুটিং

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২০  

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আগামী ১৭ মার্চ পূর্ণ হতে যাচ্ছে হাজার বছরের শ্রেষ্ঠ এ বাঙালির জন্মশতবর্ষ। এ উপলক্ষে দেশব্যাপী সরকারি-বেসরকারিভাবে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘মুজিব জন্মশতবর্ষ’। এটি রচনা ও পরিচালনা করেছেন ইরানি বিশ্বাস।

পরিচালক ইরানি বিশ্বাস বলেন, ‘আমি গর্বিত কারণ আমার জন্ম বঙ্গবন্ধুর এলাকায়। এ টেলিফিল্মের দৃশ্যধারণের কাজ বঙ্গবন্ধুর জন্মস্থান টুঙ্গিপাড়ায় করেছি। নিজ এলাকায় প্রথমবারের মতো এমন একটি স্পর্শকাতর বিষয় নিয়ে টেলিফিল্ম নির্মাণ করতে পেরে ভীষণভাবে আবেগাপ্লুত।’

টেলিফিল্মের গল্প প্রসঙ্গে এই পরিচালক বলেন, ‘বর্তমান টুঙ্গিপাড়া পৌরসভা হলেও তৎকালীন সময়ে টুঙ্গিপড়া একটি গ্রাম ছিল। এখানেই বঙ্গবন্ধু জন্মগ্রহণ করেছেন এবং তাকে সমাহিত করা হয়েছেন। ইতিহাসে ঠাঁই পাওয়া বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত স্থানগুলো তুলে আনা হয়েছে। যেমন: বঙ্গবন্ধু যে পুকুরে গোসল করতেন, যে মাঠে দাঁড়িয়াবন্দা, ফুটবল খেলতেন, যে নদীতে সাঁতার কাঁটতেন ইত্যাদি। এছাড়া বঙ্গবন্ধু কি কি খেতে ভালোবাসতেন, সেসব কিছু এ টেলিফিল্মে তুলে আনা হয়েছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামা শেখ আহমেদ হোসেন মির্জা টুঙ্গিপাড়া পৌরসভার বর্তমান মেয়র। এই টেলিফিল্মে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন তিনি। ‘মাসুদ রানা’ চ্যাম্পিয়ন সাজ্জাদ হোসাইন এ টেলিফিল্মের মাধ্যমে ছোট পর্দায় পা রাখতে যাচ্ছেন। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—আবুল হায়াত, শিরিন আলম, মিষ্টি জাহান, ইকবাল মহসিন, রেশমী প্রমুখ।

সম্প্রতি টুঙ্গিপাড়ায় টেলিফিল্মটির শুটিং শেষ হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ে প্রচার হবে এটি।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ