• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

টুঙ্গিপাড়ায় দুই করোনা রোগী শনাক্ত

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২০  

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তারা স্বামী-স্ত্রী। এ ঘটনায় আক্রান্তদের বাড়িসহ ছয়টি বাড়ি লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার সন্ধ্যায় সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আক্রান্ত ব্যক্তি ২৮ মার্চ মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চরে শ্বশুরবাড়ি বেড়াতে যান। সেখান থেকে ৪ এপ্রিল অসুস্থ অবস্থায় টুঙ্গিপাড়ার গেমাডাঙ্গায় নিজ বাড়িতে আসেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন বলেন, ৬ এপ্রিল ওই ব্যক্তির স্ত্রী ও সন্তান বাড়ি ফিরলে আমরা তাদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠাই। বৃহস্পতিবার বিকেলে স্বামী-স্ত্রী’র শরীরে করোনাভাইরাস শনাক্তের রিপোর্ট আসে।

টুঙ্গিপাড়ার ইউএনও নকিব হাসান তরফদার বলেন, করোনা রোগী শনাক্তের খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও টুঙ্গিপাড়া থানার ওসিকে নিয়ে গেমাডাঙ্গা মল্লিকের মাঠ এলাকায় যাই। পরে আক্রান্তদের বাড়িসহ আশপাশের ছয়টি বাড়ি লকডাউন করে দেই।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ