• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্স পরিদর্শন সাময়িকভাবে বন্ধ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৩১ মার্চ ২০২১  

করোনা মহামারির সক্রামন বেড়ে যাওয়ার কারণে পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্স দর্শনার্থীদের পরিদর্শন সাময়িকভাবে বন্ধ ঘোষনা করেছে স্থানীয় প্রশাসন।

আগামীকাল বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকে পরবর্তি নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার‌্যকর থাকবে বলে জানিয়েছেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.কে.এম হেদায়েতুল্লাহ । তাই দর্শনার্থীদের এই সময়ে সমাধি সৌধ কমপ্লেক্সে প্রবেশ না করতে অনরোধ জানিয়েছেন তিনি।

টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সের সহকারি কিউরেটর নুরুল ইসলাম নবধারাকে জানান, গণপূর্ত অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সমাধি সৌধ কমপ্লেক্সে দর্শণার্থী প্রবেশে আগামীকাল ১ এপ্রিল থেকে সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেছেন, করোনা প্রতিরোধে সরকার নির্দেশিত ১৮ দফা বাস্তবায়নে আমরা কাজ করছি। জনসমাগম এড়াতে জাতির পিতার সমাধি সৌধ কমপ্লেক্সসহ বিভিন্ন জনগুরত্বপূর্ণ স্থানে মানুষের চলাচল সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আমরা সে অনুযায়ী কাজ করে যাচ্ছি।

টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল নবধারাকে বলেন, প্রতিদিন সারাদেশের দুরদুরন্ত হতে লোকজন আসেন,তারা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা না জানিযে ফিরে যাবেন। একটু প্রচার হলে মানুষের ভোগান্তি লাঘব হবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ