• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

টোকিও অলিম্পিকের নতুন তারিখ ঘোষণা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৩০ মার্চ ২০২০  

মহামারী করোনা ভাইরাসের কারণে এরই মধ্যে পিছিয়ে দেয়া হয়েছে বিশ্বের বড় বড় ক্রীড়া আসর। ২০২০ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকার আসরও পিছিয়ে দেয়া হয়েছে। এবার সেই একই পথে হাটলো অলিম্পিকও। এক বছর পিছিয়ে ২০২১ সালে হবে এই ক্রীড়া আসর।

প্রাথমিকভাবে বলা হয়েছিলে আগামী বছর জুলাইয়ে বসবে অলিম্পিক। এবার নতুন দিনও ঘোষণা করে দেয়া হলো। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) পক্ষ থেকে জানিয়ে দেয়া হলো, ২০২১ সালের ২৩ জুলাই শুরু হবে অলিম্পিক। চলবে ৮ আগস্ট পর্যন্ত।

চলতি বছর ২৪ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত অলিম্পিক হওয়ার কথা ছিল জাপানের রাজধানী টোকিওতে। গেল সপ্তাহে দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে আইওসির সভাপতি থমাস ব্যাচের সঙ্গে বৈঠক করেন। এরপরই করোনার কারণে একবছর পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত এসেছিল। থমাস ব্যাচ বলেন,

‘আমি আশাবাদি, টোকিও ২০২০ আয়োজক কমিটি, টোকিও মেট্রোপলিটন সরকার, জাপান সরকারের সঙ্গে মিলে আমরা একটি সফল আয়োজন উপহার দিতে পারবো।’

করোনাভাইরাসের ইস্যু নিয়ে অলিম্পিক কমিটির প্রধান বলেন, ‘মানবজাতি আজ অন্ধকার গলিতে রয়েছে। আশাকরি টোকিও অলিম্পিকের মাধ্যমে এই গলিতে আলো ছড়াবে।’

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ