• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ট্রেনে ট্রাভেল ব্যাগ থেকে চুইয়ে পড়ছিল রক্ত!

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২০  

লোকাল ট্রেনের ভেতরে পড়ে আছে একটি ট্রাভেল বা লাগেজ। যেখান থেকে চুইয়ে চুইয়ে পড়ছে রক্ত। পরে ব্যাগ খুলতেই মিলল এক যুবকের ক্ষত-বিক্ষত দেহ। এ ঘটনা ঘটেছে ভারতের আপ মেচেদা লোকালে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) গভীর রাতে দেহটি পাওয়া গেছে। এখনও মৃত যুবকের পরিচয় জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাত ১০টায় হাওড়া থেকে ৩৮৩১৩ আপ মেচেদা লোকাল ওই স্টেশনে এসে পৌঁছায়। ট্রেনের যাত্রীরা নেমে গেলে রেকটি চলে যায় কার শেডে। রাতেই ট্রেন পরিষ্কার করতে ওই রেকে ওঠেন রেলের পরিষ্কারকর্মীরা। পরিষ্কার করার সময় একটি সিটের নিচে লাল রঙের এক ট্রাভেল ব্যাগ দেখতে পান তারা। সেটি সরাতেই রক্তের ক্ষীণ ধারা চোখে পড়ে তাদের। ব্যাগের চেন খুলতেই দেখতে পান, এক যুবকের হাঁটু মোড়া দেহ!

সঙ্গে সঙ্গে তারা খবর দেন রেলপুলিশ (জিআরপি) এবং রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ)-কে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যার দেহ মিলেছে তার বয়স বছর পঁয়ত্রিশ হবে। ওই যুবকের পরনে ছিল সাদা জামা এবং ছাই ছাই রঙের ট্রাউজার্স। খালি পা। যুবকের পকেটে বা ব্যাগের মধ্যে এমন কিছু খুঁজে পাওয়া যায়নি যা দিয়ে তাকে শনাক্ত করা যায়। দেহটি তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।তদন্তকারীদের দাবি, যুবকের শরীরে বেশ কয়েক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। খুন করে দেহটি ট্রাভেল ব্যাগে পুরে পাচার করার চেষ্টা হয়েছে বলে দাবি পুলিশের।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ