• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ট্রেনের ধাক্কায় মৃত্যু: ৪ শিক্ষার্থীর জানাজা সম্পন্ন

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২০  

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেন দুর্ঘটনায় নিহত চার শিক্ষার্থীর দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় চার জনের মৃতদেহ উপজেলার মহেশপুর ইউনিয়নের জয়নগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে চারজনের মৃতদেহ এলাকায় পৌঁছাইলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনদের পাশাপাশি কান্নায় ভেঙ্গে পড়েন এলাকাবাসী।  উল্লেখ্য, মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার জয়নগর মাধ্যমিক বিদ্যালয়ের চার শিক্ষার্থী মোটরসাইকেলে জয়নগর থেকে ব্যাসপুর যাওয়ার সময়ে বিশ্বনাথপুর রেল ক্রসিং অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় আহত হয়ে মৃত্যুবরণ করে।

নিহতরা হলেন: উপজেলার জয়নগর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ও নাওরা দোলা গ্রামের মো. ফরিদ শরীফের ছেলে মো. ইয়াসিন শরীফ (১৬), দশম শ্রেণির শিক্ষার্থী হিরোন্যকান্দি গ্রামের আশরাফ আলী খানের ছেলে মো. রায়হান খান (১৫), দশম শ্রেণির ছাত্র হিরোন্যকান্দি গ্রামের মো. লাবু খন্দকারের ছেলে আল আমিন খন্দকার (১৫), দশম শ্রেণির ছাত্র হিরোন্যকান্দি গ্রামের মো. আহাদ তালুকদারের ছেলে মো. সোহান তালুকদার (১৫)।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ