• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ডর্টমুন্ডকে হারিয়ে শিরোপা জয়ের পথে বায়ার্ন

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৭ মে ২০২০  

শিরোপার লড়াইয়ে ভালোভাবেই ছিল বরুশিয়া ডর্টমুন্ড ও বায়ার্ন মিউনিখ। বুন্দেসলিগার গুরুত্বপূর্ণ ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে পেরে উঠল না ডর্টমুন্ড। পুরো ম্যাচে আলো ছড়াতে পারেননি ছন্দে থাকা আর্লিং হলান্ডও। তাই ডর্টমুন্ডকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের আরো কাছে এগিয়ে গেল টানা সাতবারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।  

সিগনাল-ইদুনা পার্কে অনুষ্ঠিত ম্যাচটিতে গতকাল মঙ্গলবার বায়ার্ন মিউনিখের হয়ে একমাত্র গোল করেছেন জশুয়া কিমিচ। এর আগে প্রথম লেগে নিজেদের ঘরের মাঠে ৪-০ গোলে জিতেছিল বায়ার্ন।

নিয়ম অনুযায়ী খেলা হলো দর্শকশূন্য স্টেডিয়ামে। দর্শকছাড়া প্রাণহীন ম্যাচের ৪৩তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নিখুঁত শটে বায়ার্নকে এগিয়ে নেন কিমিচ।

এরপর বেশ কয়েকবার আক্রমণ করলেও ডর্টমুন্ডকে আগলে রেখেছেন দলটির গোলরক্ষক। দ্বিতীয়ার্ধের নবম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নিতে পারত বায়ার্ন। কিন্তু লাফিয়ে পড়ে প্রতিপক্ষের শট ঠেকিয়ে দেন বুর্কি। এর ৪ মিনিট বাদে আর্লিং হলান্ডের সামনে ডিফেন্ডার জেরোমে বোয়াটেংয়ের হাতে লেগে বাইরে বল চলে যায়। পেনাল্টি পেতে পারত ডর্টমুন্ড। কিন্তু রেফারির চোখ এড়িয়ে যাওয়ায় সেটা আর হয়নি।

ম্যাচের ৭২তম মিনিটে চোট পান হলান্ড। জেডন স্যানচোর ক্রসে পা লাগাতে গিয়ে ব্যথা পাওয়া হলান্ডকে সঙ্গে সঙ্গে তুলেন নেন ডর্টমুন্ড কোচ। দলের সেরা তারকাকে হারিয়ে আর ম্যাচে ফিরতে পারেনি স্বাগতিকরা। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বায়ার্ন মিউনিখ।

লিগে এখন পর্যন্ত ২৮ ম্যাচে ২০ জয় ও চার ড্রয়ে ৬৪ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আছে বায়ার্ন মিউনিখ। ৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বরুশিয়া ডর্টমুন্ড।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ