• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

তামিমের মাঝে সাঈদ আনোয়ারকে দেখেন রমিজ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২২ মে ২০২০  

পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা বাংলাদেশের বাঁহাতি ওপেনার ও বর্তমান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের ব্যাটিংয়ে তার স্বদেশী তারকা সাঈদ আনোয়ারের ছায়া দেখতে পান। তামিমের সঙ্গে এক ইউটিউব লাইভ আড্ডায় এ কথা বলেছেন রমিজ।

সঞ্চালক হিসেবে প্রসঙ্গটা এনেছিলেন রমিজই। তামিমকে জিজ্ঞেস করেন, ‘তোমার পছন্দের বাঁহাতি ব্যাটসম্যান কে?’ উত্তরে তামিম বলেন, ‘ছোট থেকেই সনাৎ জয়াসুরিয়া ও সাঈদ আনোয়ারের ব্যাটিং দেখে বড় হয়েছি।’

ঠিক তখনই তামিমের ব্যাটিংয়ের প্রশংসায় রমিজ বলেন, ‘তোমার ব্যাটিংয়ে সাঈদ আনোয়ারের ধাঁচ আছে। তোমার ব্যাটিং আমাকে তাঁর কথা মনে করিয়ে দেয়। আমি তার সাথে অনেক খেলেছি। সেও একজন প্রকৃতিপ্রদত্ত ব্যাটসম্যান ছিল তোমার মত।’

তবে তামিম নিজে এমনটা মনে করেন না। বিনয়ী স্বরে আপত্তি জানিয়ে তামিম বলেন, ‘আমি এমন মনে করি না। সাঈদ আনোয়ার অন্য উচ্চতার ব্যাটসম্যান ছিলেন।’

এসময় শর্ট বল মোকাবিলা করার কৌশল রপ্ত করতে কুমার সাঙ্গাকারার সঙ্গে কথা বলেছেন জানিয়ে তামিম আরও বলেন, ‘আমাদের কন্ডিশনে ইংল্যান্ড বা দক্ষিণ আফ্রিকার মত বল এত বাউন্স করে না। প্রায় ৭-৮ বছর আগে আমি কুমার সাঙ্গাকারার সাথে কথা বলেছিলাম।’

‘সাঙ্গাকারা বলেছিলেন, শর্ট বল খেলার উত্তম উপায় হল শরীরকে সামনে রাখা। শরীর সামনে রেখে তুমি শর্ট বল ভালো খেলতে পারবে। তাহলে তুমি শর্ট বলের বিপক্ষে টিকে থাকতে পারবে। বল ঠেকতে পারবে অথবা হুক বা পুল শর্ট খেলতে পারবে।’

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ