• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

তাহিরপুরে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত, আটক ১৩

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২০  

সুনামগঞ্জের তাহিরপুরে ধানের খলায় আগুন দেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের দু’ঘণ্টাব্যপী রক্তক্ষয়ী সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষের ১৩ জনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (২৯ এপ্রিল) সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের নোয়ানগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান।

আটকরা হলেন— মাহমুদুল হাসান, মুছাব্বির, রাসেল, হোসেন, সাকিব, খুরশেদ আলী, ডালিম, মুজিবুর, খসরুল, কাশেম, লোকমান, আব্দুছ ছালাম, মুকাব্বির।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মো. আতিকুর রহমান জানান, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের নোয়ানগর গ্রামের কপিল উদ্দিন, খোরশেদ আলী গ্রুপ ও একই গ্রামের জয়নাল মিয়া গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলছিল।

মঙ্গলবার রাতে জয়নাল মিয়ার ধানের খলা প্রতিপক্ষরা আগুনে পুড়িয়ে দেয়। এ ঘটনায় বুধবার সকালে জয়নাল মিয়ার লোকজন ও খোরশেদ আলী লোকজনের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে।

এসময় উভয়পক্ষের কমপক্ষে অর্ধশতাধিক লোক আহত হন। এদের মধ্যে গুরুতর আহতরা হলেন— আবুল বাসার (১৮), সামছুল ইসলাম (৪০), খছরুল মিয়া (২৫), টিটন মিয়া (২০), শফিকুল ইসলাম (১৭), হাবিবুর মিয়া (৪০), এরশাদ মিয়া (৩০), শাফিনুর মিয়া (৪০), রুমেনা বেগম (৩০) মুছাব্বির মিয়া (১৭), আব্দুস ছালাম (২৪), নয়ন মিয়া (১৮), তারেক মিয়া (১৫), জাকির হোসেন (১৮), শাহিনুর (৩৫), ডালিম মিয়া (২৮ ) স্বপন মিয়া (২৫)। এরা সবাই তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। অন্যদের সাধারণ চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান জানান, সংঘর্ঘের খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয়পক্ষের ১৩ জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে থানা পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ