• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

তিন বিমানবন্দরের রানওয়ে ওভারলে করার প্রকল্প একনেকে উঠছে আজ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২০  

চলতি অর্থবছরের ১২তম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হবে আজ মঙ্গলবার (২০ অক্টোবর)। এ একনেক সভায় মোট চারটি প্রকল্প অনুমোদনের জন্য উত্থাপন হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা এবং পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গণভবন থেকে একনেক সভায় অংশ নেবেন।

আর শেরেবাংলা নগরে অবস্থিত এনইসি সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট মন্ত্রী/সচিবরা উপস্থিত থেকে একনেকে অংশ নেবেন। পরিকল্পনা কমিশন সূত্র বলছে, আগামীকালের একনেকে চারটি প্রকল্প অনুমোদন হতে যাচ্ছে।

সেগুলো হলো বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ‘যশোর বিমানবন্দর, সৈয়দপুর বিমানবন্দর (নীলফামারী) ও শাহ মখদুম বিমানবন্দরের (রাজশাহী) রানওয়ে সারফেসে অ্যাসফল্ট কংক্রিট ওভারলেকরণ’ প্রকল্প; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কদমরসুল অঞ্চলে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন’, ‘মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (প্রথম সংশোধন)’ প্রকল্প এবং কৃষি মন্ত্রণালয়ের ‘ভূ-উপরিস্থ পানি উন্নয়নের মাধ্যমে বৃহত্তর দিনাজপুর ও জয়পুরহাট জেলার সেচ সম্প্রসারণ’ প্রকল্প।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ