• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

তিন লাখ ছাড়াল দ্বিতীয় ডোজের টিকাগ্রহীতা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২১  

এখন পর্যন্ত টিকাগ্রহীতাদের মধ্যে সামান্য পাশর্^প্রতিক্রিয়ার তথ্য জানিয়েছেন ৯৪৮ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে পাঁচজনের। গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরের ৪৭টি হাসপাতালে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ২৩ হাজার ৭২ জন। এর মধ্যে ১৫ হাজার ৭৩৫ জন পুরুষ ও ৭ হাজার ৩৩৭ জন নারী। এরমধ্যে সবচেয়ে বেশি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৫২৯ জন টিকা নিয়েছেন। সবচেয়ে কম টিকা দেওয়া হয় বংশাল নগর মাতৃসদন হাসপাতালে ৭৮ জন।

 

এছাড়া ঢাকা বিভাগে ৪৫ হাজার ৯২৪ জন, ময়মনসিংহ বিভাগে ৮ হাজার ৩০৮ জন, চট্টগ্রাম বিভাগে ৩৮ হাজার ১০০ জন, রাজশাহীতে ১৮ হাজার ৪৬১ জন, রংপুর বিভাগে ১৫ হাজার ৯৯১ জন, খুলনা বিভাগে ১৮ হাজার ২১৬ জন, বরিশাল বিভাগে ৬ হাজার ২২০ জন এবং সিলেট বিভাগে ১৪ হাজার ৪৭১ জন টিকা নেন।

 

প্রথম ডোজের টিকা নিল আরও ২৩ হাজার জন : গত কয়েক দিনের তুলনায় প্রথম ডোজের টিকাগ্রহীতা গতকাল কিছুটা বেড়েছে। গতকাল টিকা নেওয়া ২৩ হাজার ৬৫৭ জনের মধ্যে ১৪ হাজার ২৪৫ জন পুরুষ ও ৯ হাজার ৪১২ জন নারী। এ নিয়ে এখন পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৬ লাখ ২৭ হাজার ১০৭ জন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ