• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

তিন লাখ শিশুকে দেওয়া হবে হাম রুবেলা টিকা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১২ মার্চ ২০২০  

গোপালগঞ্জে এ বছর ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সি প্রায় তিন লাখ শিশুকে হাম রুবেলা টিকা দেওয়া হবে।

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১০টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ।

তিনি জানান, আগামী ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত তিন সপ্তাহব্যাপী এ ক্যাম্পেইন হবে। এ ক্যাম্পেইনের মাধ্যমে গোপালগঞ্জের এক পৌরসভা ও পাঁচ উপজেলার ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সি ২ লাখ ৭৮ হাজার ৪৬১ জন শিশুকে হাম রুবেলা টিকা দেওয়া হবে। এতে এক হাজার ৮১৮ কেন্দ্রে ৬৪৮ স্বেচ্ছাসেবী কাজ করবেন। এছাড়া স্কুলে স্কুলে গিয়ে ২১৬টি টিম কাজ করবে।

গোপালগঞ্জে সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিলেন্স ইউমাইগেশন মেডিক‌্যাল অফিসার ফারিয়া হান্নান মুনি, এমওসিএস বুদ্ধদেব সরকার, মেডিক‌্যাল অফিসার ডা. সাকিবুর রহমানসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিককর্মীরা উপস্থিত ছিলেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ