• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

তৃতীয় উইকেট হারাল আকবর-জয়রা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২০  

জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের হয়ে আজ বুধবার সকালে ব্যাট করতে নেমেছে আকবর আলী-ইমনরা। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৩নং মাঠে গতকাল জিম্বাবুয়ে ৭ উইকেট হারিয়ে ২৯১ রান তুলে প্রথম দিন শেষ করেছিল। আজ আর তারা ব্যাট করতে নামেনি। ইনিংস ঘোষণা করে বিসিবি একাদশকে ব্যাট করতে পাঠায়।

সংক্ষিপ্ত স্কোর :

জিম্বাবুয়ে : ২৯১/৭ ডিক্লে.

বিসিবি একাদশ : ৪৮/৩ (১৬.৪ ওভারে)

ব্যাটিং : আল-আমিন জুনিয়র (৪*) ও পারভেজ হোসেন ইমন (২৫*)।

আউট হয়েছেন : নাঈম শেখ (১১), মাহমুদুল হাসান জয় (১) ও শাহাদাত হোসেন দীপু (২)।

তৃতীয় উইকেট হারাল আকবর-জয়রা : নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছে বিসিবি একাদশ। ২২ রানে প্রথম, ২৫ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর ৩৯ রানে তৃতীয় উইকেট হারিয়েছে। এবার ফিরেছেন শাহাদাত হোসেন দীপু। আইন্সলে এনডোলভুর বলে চার্লটন টিসুমার হাতে ক্যাচ দিয়ে আউট হন শাহাদাত। 

২৯ রানে দ্বিতীয় উইকেট হারাল বিসিবি একাদশ : নাঈম শেখ ফিরে যাওয়ার পর পরই ফিরেছেন মাহমুদুল হাসান জয়ও। দলীয় ২৫ রানের মাথায় চার্লটন টিসুমার বলে রেগিস চাকাবার হাতে ক্যাচ দিয়ে ফেরেন জয়। ৫ বল খেলে ১ রান করে যান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে সেঞ্চুরি হাঁকানো জয়। 

প্রথম উইকেটের পতন : দলীয় ২২ রানের মাথায় প্রথম উইকেট হারিয়েছে বিসিবি একাদশ। কার্ল মুম্বার বলে ক্রিস্টোফার এমপফুর হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন নাঈম শেখ। ১৭ বলে ২ চারে ১১ রান করে গেছেন তিনি।

গতকাল ৭ উইকেট হারিয়ে ২৯১ রান তুলে প্রথম দিন শেষ করে জিম্বাবুয়ে। কার্ল মুম্বা ৫৪ ও আইন্সলে ২৫ রান নিয়ে অপরাজিত ছিলেন। আউট হয়েছিলেন প্রিন্স মাসভাউরি (৪৫), ক্রেইগ আরভিন (১০), ব্রিয়ান মুদজিনগানিয়ামা (১৭), রেগিস চাকাবা (১৩), তিনোতেন্দা মুতুমবোজি (০), কেভিন কাসুজা (৭০) ও তিমিসেন মারুমা (৩৪)।

বল হাতে বাংলাদেশের শাহাদাত হোসেন ৩টি, আল-আমিন জুনিয়র ২টি, শরীফুল ইসলাম ১টি  উইকেট নিয়েছিলেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ