• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

তৃতীয় দিন সকালেই টাইগারদের ৫০০

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২১  

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে শ্রীলংকার বিপক্ষে খেলছে বাংলাদেশ। ম্যাচের প্রথম দুই দিন ব্যাট হাতে দাপট দেখানোর পর তৃতীয় দিনেও এগিয়ে যাওয়ার প্রত্যয়ে নেমেছে টাইগাররা। প্রথম ওভার থেকেই আক্রমণাত্মক শুরু করেছেন মুশফিকুর রহিম ও লিটন দাস।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৫০০ রান। মুশফিকুর রহিম ৫১ ও লিটন দাস ৪৩ রানে ব্যাট করছেন।

ম্যাচের দ্বিতীয় দিন বৃষ্টির পর আলোক স্বল্পতায় খেলা বেশ আগেভাগেই বন্ধ হয়ে যায়। ফলে ১৫ মিনিট আগেই তৃতীয় দিনের খেলা শুরু হয়। ৪ উইকেটে ৪৭৪ রান নিয়ে ক্রিজে আসেন মুশফিক ও লিটন। দ্রুত বড় সংগ্রহ পেয়ে ইনিংস ঘোষণা করাই দুজনের লক্ষ্য।

এরই মাঝে অর্ধশতক তুলে নিয়েছেন মুশফিকুর রহিম। ১২০ বলে ক্যারিয়ারের ২৩তম ফিফটি করেন তিনি। একই পথে আছেন লিটনও।  

এর আগে ৪৪০ রানে ৪ উইকেট নিয়ে দ্বিতীয় দিন চা বিরতির পর খেলতে নামে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৯ রান যোগ করতেই বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়। তবে ১০ মিনিটের মাঝেই আবারো মাঠে ফেরে দুই দল। ম্যাচ আপন গতিতে চললেও আলোক স্বল্পতার কারণে আবারো খেলা বন্ধ করতে বাধ্য হন আম্পায়াররা।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ