• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

দ. আফ্রিকাকে উড়িয়ে বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২০  

স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। পচেফস্ট্রুমে বৃহস্পতিবার তৃতীয় কোয়ার্টার ফাইনালে প্রোটিয়া যুবাদের ১০৪ রানে হারায় বাংলাদেশের যুবারা। আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৫ উইকেটে করেছিল ২৬১ রান। জবাবে ৪২.৩ ওভারে ১৫৭ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। বাংলাদেশের রকিবুল হাসান নেন ৫ উইকেট। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

এই নিয়ে দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে উঠল বাংলাদেশ। প্রথমবার সেমিফাইনালে উঠেছিল ২০১৬ সালে। দেশের মাটিতে হওয়া সে আসরে বাংলাদেশ তৃতীয় হয়েছিল।

তিন ফিফটিতে বাংলাদেশের ২৬১

দারুণ এক ফিফটিতে দলের ভালো সংগ্রহের ভিত গড়ে দিয়েছিলেন তানজিদ হাসান তামিম। পরে তৌহিদ হৃদয় ও শাহাদাত হোসেনের ফিফটিতে লড়াকু পুঁজি পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ৫০ ওভারে বাংলাদেশ ৫ উইকেটে করেছে ২৬১ রান। শাহাদাত শেষ পর্যন্ত ৭৬ বলে ৭ চার ও এক ছক্কায় ৭৪ রানে অপরাজিত ছিলেন। তানজিদ ৮৪ বলে ৮০ ও হৃদয় ৭৩ বলে করেন ৫১ রান।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ৫০ ওভারে ২৬১/৫ (পারভেজ ১৭, তানজিদ ৮০, মাহমুদুল ৩, হৃদয় ৫১, শাহাদাত ৭৪*, শামীম ১, আকবর ১৬*; মোলেসেন ২/৪১, ভুরেন ১/৪৬)।

শাহাদাত-হৃদয়ের ফিফটি

পরপর দুই ওভারে ফিফটি পূর্ণ করেছেন শাহাদাত হোসেন ও তৌহিদ হৃদয়। ৫টি চারে শাহাদাত পঞ্চাশ স্পর্শ করেন ৬২ বলে। ২ চারে হৃদয় ফিফটি করেন ৭১ বলে। এরপরই অবশ্য আউট হয়ে যান তিনি। ৭৩ বলে করেন ৫১ রান।

হৃদয়ের বিদায়ে ভাঙে ১০২ রানের বড় জুটি। বাংলাদেশের সংগ্রহ তখন ৪৬.৪ ওভারে ৪ উইকেটে ২৩১ রান। শাহাদাত ৬৭ রানে ব্যাট করছেন।

বাংলাদেশের দুইশ

চতুর্থ উইকেটে তৌহিদ হৃদয় ও শাহাদাত হোসেনের পঞ্চাশোর্ধ জুটিতে দুইশ ছুঁয়েছে বাংলাদেশের স্কোর। ৪৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২০১ রান। হৃদয় ৪৬ ও শাহাদাত ৪২ রানে ব্যাট করছেন তখন। দুজনের অবিচ্ছিন্ন জুটি ৭১ রানের।

সেঞ্চুরির সুযোগ হারালেন তানজিদ

দারুণ খেলছিলেন। বলের সঙ্গে পাল্লা দিয়ে রান করছিলেন। এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। কিন্তু সেঞ্চুরির সুযোগটা শেষ পর্যন্ত কাজে লাগাতে পারলেন না তানজিদ হাসান তামিম। ৮৪ বলে ৮০ রান করে আউট হয়ে গেছেন যুবা ওপেনার। প্রোটিয়া পেসার তিয়ান ফন ভুরেনের অফ স্টাম্পের বাইরের বলে সরাসরি পয়েন্ট ফিল্ডারের হাতে ক্যাচ দেন বাঁহাতি ব্যাটসম্যান। ১২ চারে সাজান ইনিংসটি।

তার বিদায়ের সময় ২৭.২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৩০ রান। তৌহিদ হৃদয় ১৬ রানে ব্যাট করছেন। নতুন ব্যাটসম্যান হিসেবে নেমেছেন শাহাদাত হোসেন।

তানজিদের ফিফটি

দারুণ এক ফিফটি করেছেন তানজিদ হাসান তামিম। ৫২ বলে পঞ্চাশ স্পর্শ করতে ৭টি চার মারেন বাঁহাতি ওপেনার। তার ব্যাটে বাড়ছে বাংলাদেশে রান।  

তানজিদের সঙ্গে ৬০ রানের উদ্বোধনী জুটি গড়ে ফিরে যান পারভেজ হোসেন ইমন (৪০ বলে ১৭)। তিনে নেমে দ্রুতই রান আউটে কাটা পড়েন মাহমুদুল হাসান জয় (১৫ বলে ৩)। তৃতীয় উইকেটে দলকে এগিয়ে নিচ্ছেন তানজিদ ও তৌহিদ হৃদয়।

বাংলাদেশের ভালো সূচনা

আগে ব্যাটিংয়ে নেমে ভালো সূচনা পেয়েছে বাংলাদেশ। শুরুতে সতর্ক ছিলেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। প্রথম পাঁচ ওভারে ছিল না কোনো বাউন্ডারি। পরের পাঁচ ওভারে বাউন্ডারি আসে ৬টি, দুই ওপেনারের ব্যাট থেকে ৩টি করে। পারভেজ খেলছেন  রয়েসয়ে, তানজিদ কিছুটা আক্রমণাত্মক।

১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৪৮ রান। তানজিদ ২৩ বলে ২১ ও পারভেজ ৩৭ বলে ১৫ রানে ব্যাট করছেন তখন।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, আকবর আলী (অধিনায়ক), শাহাদাত হোসেন, রকিবুল হাসান, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, তানজিম হাসান সাকিব, হাসান মুরাদ।

দক্ষিণ আফ্রিকা একাদশ: ব্রায়াস পারসনস (অধিনায়ক), খানিয়া কোটানি, লুক বিউফোর্ট, জোনাথন বার্ড, আচিল ক্লোয়েট, জেরাল্ড কোয়েটজি, টাইরাস কারিলস, মন্ডিল খুমালো, জ্যাক লিস, ফেকো মোলেসেন, তিয়ান ভ্যান ভ্যুরেন।

 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ