• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

দরিদ্র দেশগুলোকে চলতি বছর ঋণ শোধ করতে হবে না

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২০  

বিশ্বের দরিদ্র দেশগুলোকে চলতি বছর ঋণ পরিশোধ করতে হবে না। করোনাভাইরাসের ক্ষতি সামাল দিতে সম্মিলিত এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের ১০০টি সংস্থা। এরমধ্যে ঋণ দাতা প্রতিষ্ঠান অক্সফাম আর অ্যাকশন এইড ইন্টারন্যাশনাল মওকুফ করতে পারে আড়াই হাজার কোটি টাকা ঋণ।
করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী দরিদ্র দেশগুলোর অর্থনীতি বিপর্যস্ত হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে ঋণদাতা সংস্থাহুলো।

বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধান এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোকে এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছে এ দুই দাতা প্রতিষ্ঠান।
তারা বলছেন, এ অর্থ দরিদ্র দেশগুলোর কোভিড নাইনটিন মোকাবিলায় কাজে লাগবে। এরইমধ্যে স্বাস্থ্যখাতে ব্যয়ের জন্য জরুরি ৫ হাজার কোটি ডলারের তহবিল ঘোষণা করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল।

ঝুঁকিপূর্ণ অর্থনীতির দেশগুলোর জন্য ১ হাজার ৪শ' কোটি ডলারের প্যাকেজ ঘোষণা করেছে বিশ্বব্যাংক। আইএমএফ বলছে, ২০২০ সালের আর্থিক মন্দা ২০০৮ সালের থেকেও করুণ হবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ