• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

`দর্শকদের সঙ্গে প্রতারণা করা হয়েছে`

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২১  

মাত্র দেড় দিনে ভারত-ইংল্যান্ড ম্যাচ শেষ হয়ে যাওয়ায় মোতেরার পিচ নিয়ে তুমুল বিতর্ক চলছে। ইংল্যান্ডের মাইকেল ভন, অস্ট্রেলিয়ার মার্ক ওয়াহ তো বটেই, ভারতের যুবরাজ সিংও কড়া সমালোচনা করেছেন এই পিচের। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন ইংলিশ অধিনায়ক জো রুট। তার মতে, এই উইকেটে টেস্ট আয়োজন করে আসলে দর্শকদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।

বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামের যাত্রা শুরু হয়েছে এই টেস্ট দিয়ে। করোনাকালে দিরা-রাত্রির এই ম্যাচ দিয়েই ভারতে দর্শক ফিরেছে। রুটের মতে, নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দর্শক এসেছিল মূলত ইংল্যান্ডের দুর্দান্ত বোলিংয়ের বিপক্ষে বিরাট কোহলির ব্যাটিং দেখতে। অথচ উইকেটের কারণে বল করতে হয়েছে পার্টটাইম এই অফস্পিনারকে। এটা মোটেও উচিত হয়নি বলে মনে করছেন রুট। দেশে একটি টিভি চ্যানেলে ধারাভাষ্য দেওয়ার সময় সাবেক ইংলিশ অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস মোতেরার পিচকে 'লটারি' এবং 'অনৈতিক ক্রিকেট' বলেছেন।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে রুট অবশ্য সরাসরি কোনো মন্তব্য করেননি। ভারতের কাছে তিন বিভাগেই তারা পরাস্ত হয়েছেন বলে স্বীকার করে নেন। তবে এত আশা নিয়ে খেলা দেখতে আশা দর্শকদের বঞ্চিত করা হয়েছে বলে মনে করছেন রুট, 'সত্যিকার অর্থেই ব্যাপারটা লজ্জাজনক। এমন চমৎকার স্টেডিয়ামে 'আইকনিক' টেস্টে প্রায় ৬০ হাজার দর্শক এসেছিলেন দুর্দান্ত একটি লড়াই দেখতে। আমার মনে হয়েছে, তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।'

এমন উইকেটে টেস্ট আয়োজন কি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সত্যিকার বিজয়ী খুঁজে বের করার পথে অন্তরায় হবে? এর জবাবে রুট বলেন, 'এটা আসলে আইসিসির বিষয়। ঘরের মাঠে সুবিধা নেওয়ার ব্যাপারটা সবসময়ই হয়ে আসছে। তবে দুই দলে কী অসাধারণ সব ক্রিকেটার, কী দুর্দান্ত সব পেসার! এর মধ্যে ইশান্থ শততম টেস্ট খেলতে নেমেছিলেন। কিন্তু লজ্জার বিষয় হলো, তারা খেলতেই পারলেন না।'

স্বাগতিক অধিনায়ক বিরাট কোহলি অবশ্য পিচের সমর্থনেই কথা বলেছেন, 'পিচ বেশ ভালোই ছিল। বিশেষ করে প্রথম ইনিংসে বল খুব ভালো ব্যাটে আসছিল। দু-একটা বল ঘুরছিল। আসলে দু'দলের ব্যাটিং উন্নত মানের হয়নি বলে আমি মনে করি। আর একটা কথা বলব, আমাদের বোলাররা দারুণ বল করেছে বলেই এই ফল পেয়েছি।'

পিচ নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার যুবরাজ সিংও। ভারতের ১০ উইকেটে জয়ের পর টুইটারে যুবরাজ বলেন, 'দু'দিনে খেলা শেষ হয়ে গেল! জানি না, এটা টেস্টের জন্য ভালো বিজ্ঞাপন কিনা। এ ধরনের উইকেটে যদি অনীল কুম্বলে বা হরভজন সিং বল করত তাহলে তাদের কত উইকেট হতো? হাজার আর ৮০০? যাই হোক, অভিনন্দন অক্ষর। কী দারুণ স্পেল! অভিনন্দন অশ্বিন।'

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ