• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

দাগ মুক্ত ফর্সা ত্বক পেতে ব্যবহার করুন আলুর ফেসিয়াল

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২১  

প্রথমে একটা বড় সাইজের আলু নিয়ে নিতে হবে । তারপর আলুর ছাল ছিলে আলুটার মঝ বরাবর কেটে দুটো স্লাইচ বের করে নিতে হবে। তারপর বাকি আলুটাকে আপনি গ্রেট করে ছাকনির সাহায্যে রস বের করে নিতে হবে।

তারপর একটা বাটিতে দুই টেবিল চামচ লেবুর রস নিতে হবে । তারপর এক টুকরা তুলা ‍নিয়ে এর ভিতর দিয়ে পুরা আলুর রসটা ওঠিয়ে নিতে হবে । তারপর পুরো মুখে এটা আপনি লাগিয়ে ‍নিতে হবে ।

তারপর কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন । তারপর আবার একটি বাটিতে আলুর রস নিতে হবে দুই চামচ । তারপর এর ভিতর মেশাতে হবে এক টেবিল চামচ লেবুর রস । তারপর এর ভিতর দিতে হবে দুই চা চামচ চিনি ।

তারপর সবগুলোকে ভালোভাবে মেশাতে হবে । তারপর এক টুকরো তুলা ‍ুদিয়ে এটা আপনার মুখে ভালোভাবে মুখিয়ে নিতে হবে । তারপর সারা মুখে ৪-৫ মিনিট মাসাজ করতে হবে ।

তারপর মাসাজ করা হয়ে গেলে পুরো মুখ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন। তারপর  একটি বাটিতে দুই চা চামচ পরিমান বেসন নিতে হবে । তারপর এর ভিতর মেশাতে হবে দুই চা চামচ আলুর রস ।

তারপর এর ভিতর নিতে হবে এক টেবিল চামচ লেবুর রস। তারপর এক চা চামচ মধু দিতে হবে । তারপর সবগুলো উপাদান এক সাথে মেশাতে হবে । তারপর পুরো মুখে এটা মেখে আলুর স্লাইচ চোখে দিয়ে দিবেন।

তারপর অপেক্ষা করতে হবে শুকনো পর্যন্ত । তারপর একটা বাটিতে  পানি নিয়ে হালকা হাতে মাসাজ করে ধুয়ে ফেলবেন। এভাবে আপনারা এটা সপ্তাহে দুই বার করার চেষ্টা করবেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ