• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

দিনাজপুরে মাদক বিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৪

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২০  

দিনাজপুরের হিলিতে মাদক বিরোধী পৃথক অভিযানে ইউপি সদস্যসহ চারজনকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের নিকট থেকে ফেনসিডিল জব্দ করা হয়। আজ রোববার (১৯ এপ্রিল) বেলা ১১টায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক আকন্দ।

গ্রেপ্তাররা গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৪ নম্বর বরিশাল ইউনিয়নের ইউপি সদস্য আব্দুর রহিম বাদশা (৪৮)। তিনি উপজেলার ডাকুনী গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে। একই এলাকার নারায়ণপুর গ্রামের তাহেরুল ইসলামের ছেলে জীবন মিয়া (১৯), দিনাজপুর জেলার নবাবগঞ্জের পাকুরিয়া হলাইজানা গ্রামের আব্দুল মাজেদের ছেলে ইয়াকুব আলী (৩০) ও একই থানার দিঘীরপুর গ্রামের আনেছ আলীর ছেলে গোলাম আজম (২০)।

ওসি আব্দুর রাজ্জাক আকন্দ জানান, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে আমার নেতৃত্বে থানার অফিসারসহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফেনসিডিলসহ ওই ইউপি সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ