• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

দিনে ৫০ লাখ মানুষের করোনা টেস্ট করাতে চান ট্রাম্প

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২০  

শিগগিরই যুক্তরাষ্ট্রে এক দিনে ৫০ লাখ মানুষ করোনা টেস্ট করাতে পারবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, শিগগিরই আমরা এটি শুরু করব। মঙ্গলবার (২৮ এপ্রিল) হোয়াইট হাউজে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের কোভিড ট্রাকিং প্রজেক্টের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, গত দুই মাসে দেশটিতে প্রায় ৫৭ লাখ মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে। এই বিপুল পরিমাণ টেস্ট করানোর জন্যই যুক্তরাষ্ট্রে করোনায় দেশটিতে শনাক্ত হয়েছে এত বেশি রোগী।
জানা গেছে, এখন যুক্তরাষ্ট্রে প্রতিদিন প্রায় ২ লাখ মানুষ করোনা ভাইরাসের টেস্ট করাতে পারছেন। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৩৫ হাজার ৭৬৫ জন। মারা গেছেন ৫৯ হাজার ২৬৬ জন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ