• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

দীর্ঘদিন ধরে হজমের সমস্যায় ভুগলে করণীয়

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২০  

অনেক মানুষ আছেন যারা মাঝে মধ্যেই হজমের সমস্যায় ভোগেন। এই সমস্যা বাড়লে ডায়রিয়ার মতো গুরুতর সমস্যাও দেখা দিতে পারে। যারা দীর্ঘদিন ধরে হজমের সমস্যায় ভুগছেন, তাদের মধ্যে কোষ্ঠকাঠিন্যের ঝুঁকি অনেকটাই বেশি।

বিশেষজ্ঞদের মতে, এই সমস্যা দূর করতে খাবারে ফাইবারের পরিমাণ বাড়াতে হবে। এছাড়াও কিছু ঘরোয়া পদ্ধতি অনুসরণ করলে হজমের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। আমাদের আজকের এই প্রতিবেদনে আমাদের পাঠকদের জন্য রইলো দীর্ঘদিন ধরে হজমের সমস্যায় ভুগলে কী করলে উপশম হবে সে সম্পর্কিত ধারণা-

১) প্রতিদিন সকালে খালি পেটে এক টুকরো কাচা হলুদ খান। এই সমস্যা থেকে রেহাই পাবেন।

 

২) আপেল সেদ্ধ করে সেই রস খেলেও হজমের ক্ষমতা বাড়ে।

৩) নিয়মিত এলাচ চিবিয়ে খান।

৪) প্রতিদিন খালি পেটে উষ্ণ গরম পানি খান।

৫) জিরা সেদ্ধ করা পানি হজম ক্ষমতা বাড়ায়।

৬) খাবার খাওয়ারের মাঝে বেশি বিরতি না রাখাই ভাল।

৭) পেঁপে পাতা হজমের ক্ষমতা বাড়ায়। নিয়মিত পেঁপে পাতা সিদ্ধ করে পানি খান।

৮) খাবারের তালিকা থেকে বাদ দিতে হবে ফাস্ট ফুড।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ