• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

দুধ ভাই-বোনের মধ্যে বিয়ে নয়

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২১  

প্রশ্ন : কতটুকু দুধ খেলে দুধসন্তান হয়? আমি আমার বোনের ছেলেকে ছোট অবস্থায় দুধ পান করিয়েছি। এখন কি তার সঙ্গে আমার মেয়ে বিয়ে দিতে পারি?

উত্তর : দুধসন্তান হওয়ার জন্য অল্প বেশির কোনো পরিমাণ শরিয়ত নির্ধারণ করেনি। তাই সর্বনিম্ন একবার বা এক চুমুক দুধ খেলেই দুধ পানকারী দুধসন্তান হিসাবে গণ্য হবে। বিয়ে শাদির ক্ষেত্রে দুধসন্তানের বিধান আপন সন্তানের মতোই। যেমনভাবে আপন ভাইবোনের মাঝে বিয়ে বৈধ নয়, তেমনইভাবে দুধ ভাইবোনের মাঝেও বিয়ে বৈধ নয়। তাই দুধসন্তানের সঙ্গে আপনার মেয়েকে বিয়ে দেওয়া অবৈধ ও হারাম হবে।

তথ্যসূত্র : সূরা নিসা, আয়াত নং ২৩, বুখারি শরিফ, হাদিস নং ২৬৪৫, মুসলিম শরিফ, হাদিস নং ১৪৪১, ফতোয়ায়ে শামি, খণ্ড-৪, পৃষ্ঠা-৪০৮, হেদায়া, খণ্ড-২, পৃষ্ঠা-৩৫০।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ