• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

দুর্যোগ মোকাবেলায় অক্লান্ত পরিশ্রম করছে কোটালীপাড়া প্রশাসন

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২১ মে ২০২০  

ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে গোপালগঞ্জে আকাশ মেঘলা রয়েছে। আর হঠাৎ হঠাৎ দমকা হাওয়াও বয়ে যাওয়ার পাশাপাশি বৃষ্টিপাতও হচ্ছে। বৃষ্টিপাতের কারণে গরম কিছুটা কমেছে। পাশাপাশি সকল উপজেলায় মানুষকে করোনা ও ঘুর্ণিঝড় বিষয়ে সতর্ক করে প্রচারণা চালানো হচ্ছে।

করোনা ও দুর্যোগ মোকাবেলার শুরু থেকেই নিরলস ভাবে কাজ করে যাচ্ছে গোপালগঞ্জ জেলার, কোটালীপাড়া উপজেলা প্রশাসন।  ইতিমধ্যেই সামাজিক দূরত্ব নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের ভূমিকা অপরিসীম। ঘূর্ণিঝড় ও করোনা মোকাবেলায় উপজেলা প্রশাসনের নেতৃত্বে প্রতিটি ইউনিয়নে স্বেচ্ছাসেবী কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও সার্বক্ষণিক কৃষকের সাথে যোগাযোগ চালিয়ে যাচ্ছে উপজেলা প্রশাসন।

টিম লিডার, সবার প্রিয় কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমানে'র নেতৃত্বে কোটালীপাড়া উপজেলার সবাই একযোগে, একসাথে কাজ করে যাচ্ছে।

অপরদিকে, গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা জানিয়েছেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় জেলা প্রশাসন এরইমধ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। সব ইউএনও’র মাধ্যমে মাইকিং করে সাধারণ জনগণকে সচেতন করা হয়েছে। সেই সঙ্গে ১৫৪টি শিক্ষা প্রতিষ্ঠানকে অস্থায়ী সাইক্লোন শেল্টার হিসেবে ও  ১টি করে মেডিকেল টিম ও স্বেচ্ছাসেবী দল প্রস্তুত কারা হয়েছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ