• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

দুস্থদের এক ট্রাক খাবার দিলেন অভিনেতা সোনু সুদ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২০  

অভিনেতা সোনু সুদ। পর্দায় তাকে দেখা যায় খলনায়ক হিসেবে। গরিব দুঃখীদের নির্যাতন করেন। কিন্তু বাস্তবে তিনি হিরো।

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে অনেকে বেকার হয়ে পড়েছেন। খাবারের অভাবে দিন কাটছে অসহায় খেটে খাওয়া মানুষের। সম্প্রতি এমন কিছু মানুষের কাছে এক ট্রাক খাবার পৌঁছে দিয়েছেন অভিনেতা সোনু সুদ।

জানা যায়, গতকাল উত্তর মুম্বাইয়ের মালাড় থেকে ফোন পান সোনু সুদ। নাম প্রকাশ না করে একজন তাকে জানায়, সেখানকার পরিস্থিতি অনেক খারাপ এবং অনেক পরিবার না খেয়ে আছে। কয়েক ঘণ্টার মধ্যে সোনু এক ট্রাক খাবার ওই এলাকায় পাঠিয়ে দেন এবং দুস্থদের মাঝে তা বিতরণ করেন।

এ প্রসঙ্গে সোনু সুদ বলেন, ‘আমি এই বিষয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করছি না। শুধু নিজের দায়িত্ব পালন করছি। নিজের বিবেককে অনুসরণ করছি।’

এর আগে মুম্বাইয়ের জুহুতে তার বিলাসবহুল হোটেল করোনাভাইরাসের সঙ্গে লড়ছেন এমন স্বাস্থ্যকর্মীদের জন্য উন্মুক্ত করে দেন এই অভিনেতা। সোনু বলেন, ‘আমাদের দেশের চিকিৎসক, নার্স ও প্যারামেডিক্যাল কর্মীদের জন্য এতটুকু করতে পেরে আমি সম্মানিতবোধ করছি। তারা আমাদের মানুষদের বাঁচানোর জন্য দিন-রাত কাজ করছেন।’

তিনি আরো বলেন, ‘তারা মুম্বাইয়ের বিভিন্ন স্থানে বসবাস করেন। বিশ্রামের জন্য তাদের একটি নির্দিষ্ট জায়গা প্রয়োজন। আমরা ইতোমধ্যে মিউনিসিপ্যাল ও বেসরকারি হাসপাতালগুলোতে বিষয়টি জানিয়ে দিয়েছি।’

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ